রাজধানীর মালিবাগ, মগবাজারে ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মৌচাক মালিবাগ ও মগবাজার এলাকায় পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত পোনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এ সময় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে কে বা কারা এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম দ্য রিপোর্টকে বলেন, মৌচাক মার্কেটের বিপরীত পাশের ১০ তলা একটি ভবনের ছাদে আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। তারপর ছাদে দাঁড়িয়ে শব্দের স্থান লক্ষ্য করার চেষ্টা করি। এ সময় আমরা মালিবাগ রেলগেট এবং মগবাজার ওয়ারলেসগেট এলাকায় আলোর ঝলকানিসহ বিকট শব্দ শুনতে পাই।
এ ঘটনা সম্পর্কে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য রিপোর্টকে বলেন, আমরাও ৫/৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি। কে বা কারা কোন স্থানে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানতে পারিনি। তবে এই ঘটনা অনুসন্ধানে ইতোমধ্যে আমাদের তিন-চারটি টিম মাঠে নেমেছে।
(দ্য রিপোর্ট/কেএন/এপি/জানুয়ারি ৩১, ২০১৪)