চট্টগ্রামে শিবির সভাপতি গ্রেফতার
চট্টগ্রাম অফিস : সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি রিদওয়ানুল হক জিসানকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।
সিএমপি চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজাহান কবির দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলে শিবির নেতা রিদওয়ানুল হক জিসানকে গ্রেফতার করা হয়েছে। জিসান নগরীর সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। জিসান কক্সবাজার জেলার সদর থানা এলাকার হামিদুর রহমানের ছেলে বলে পুলিশ জানায়।
(দ্য রিপোর্ট/এএসটি/এম/জানুয়ারি ২৪, ২০১৬)