মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঘনকুয়াশায় মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝ পদ্মায় নোঙর করে রয়েছে চারটি ফেরি। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উভয়পাড় থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে উভয়পাড়ে পারাপারের অপেক্ষায় ৫০০ যানবাহন আটকে পড়ে।

উভয় ঘাট থেক ছেড়ে যাওয়া ৮টি ফেরি মাঝ পদ্মার মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে বয়াবাতি দেখা না যাওয়ায় নোঙর করে রাখা হয়েছে।

মাওয়ার বিআইডব্লিউটিসির সহকারী ম্যানেজার (বাণিজ্য) শেখর চন্দ্র জানান, ঘনকুয়াশায় বয়াবাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে মাঝ পদ্মার মগুরখণ্ড চ্যানেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, রানীক্ষেত ও টাপলু নামের চারটি ফেরি নোঙর করা হয় রাত ১২টার দিকে। এরপর থেকে এ রুটের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)