কালিয়াকৈরে ঝুট গোডাউনে আগুন
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারইপাড়া এলাকার নর্দার্ন সোয়েটার ফ্যাক্টরির ঝুট গোডাউনে আগুন লাগে। শুক্রবার সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ও সাভার ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য রিপোর্টকে জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/এমডি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)