কলকাতা প্রতিনিধি : কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতে ফেডারেল ফ্রন্ট সরকার গড়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিকেলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক রাজনৈতিক সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

এ জনসভায় কংগ্রেস ও বিজেপিকে একসঙ্গে আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতে কংগ্রেস বিজেপির বিকল্প নয় এবং বিজেপিও কংগ্রেসের বিকল্প নয়। কেন্দ্রে একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস। বাংলার মতো আসন্ন লোকসভাতেও মানুষ পরিবর্তন চায়। এ জন্য বাংলার বাইরে অন্য রাজ্যে লোকসভার প্রচারে যাব। লোকসভায় প্রত্যেকটা সিট জিততে হবে। আমাদের লড়াই কংগ্রেস, সিপিএম, বিজেপির বিরুদ্ধে। যত বেশি সিট জেতাবেন, রাজ্যের গুরুত্ব তত বাড়বে।’

সমাবেশে ৩২ মাসের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেত্রী আরও বলেন, ‘আমি চেয়ার চাই না, মানুষের ভালো চাই। তাই দিল্লিতে সংহতির সরকার চাই। বিরোধীরা কথায় কথায় কোর্টে যাচ্ছে। সিপিআইএম, কংগ্রেস, বিজেপি এক হয়েছে।’

মমতার বক্তৃতা দূরে পৌঁছানোর জন্য মোট এক হাজার মাইকের ব্যবস্থা করা হয়৷ এ ছাড়াও ধর্মতলা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেন সবাই স্পষ্ট শুনতে পান, তার জন্য প্রাঙ্গণের একাধিক জায়গায় লাগানো হয়েছে জায়েন্ট স্ক্রিন৷

জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ ও বিধায়করা। এ ছাড়াও উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, আসাম, সিকিম থেকে এসেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা৷

ব্রিগেড সমাবেশে হাজির ছিল টলিউডের চাঁদের হাট। অভিনেতা দেব ছাড়াও জিত, কোয়েল, জুন মালিয়া, পায়েল সরকার, পরিচালক হরনাথ চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী প্রমুখরা। মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা এবং নৃত্য পরিবেশন করেন বীরভূমের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়৷

জনসভায় মমতার প্রশংসা করে সাহিত্যিক মহাশ্বেতা দেবী বলেন, ‘মমতাই সম্ভাব্য, যোগ্য প্রধানমন্ত্রী। তাকে দিল্লির মসনদে দেখতে চাই। ব্রিগেড পুরোটাই মমতাময়। এমন জনসমাবেশ ইন্দিরা গান্ধীর সময়েও দেখিনি। মমতা তিন বছরে দ্বিগুণ কাজ করেছেন। মমতা নিঃস্বার্থভাবে কাজ করেন।’

(দ্য রিপোর্ট/এসএম/এপি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)