চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্মাণ কাজ শেষ। এখন ফিতা কেটে উদ্বোধনের অপেক্ষায়। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে স্টেশন ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের পরপরই মিলবে কাঙ্ক্ষিত সেবা।

এ স্টেশনের জন্য ইতোমধ্যে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে দুটি গাড়ি কিনেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এ স্টেশন দেশের নির্মিত ২৫টির আধুনিক স্টেশনের একটি বলে জানিয়েছেন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুছ এ্যান্ড ব্রাদার্সের প্রকল্প নির্বাহী পরিচালক মো. মাহফুজ।

তিনি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলা ভিত্তির আন্ডারগ্রাউন্ডসহ প্রায় ৮ হাজার বর্গফুটের ৪ তলা এ ভবন। আমরা কাজ বুঝিয়ে দেওয়ার সকল প্রক্রিয়া শেষ করছি।

মোহরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী দ্য রিপোর্টকে জানান, বোয়ালখালী স্টেশনের জন্য কেনা গাড়ি দুটি আধুনিক মডেলের। এর একটি (প্রথম কল, টানা হুড) নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে রয়েছে। যার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। অন্যটি (দ্বিতীয় কল টানা হুড) মোহরা ফায়ার সার্ভিস স্টেশনে আছে। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।

দ্রুত অগ্নিনির্বাপণের অভাবে বোয়ালখালীতে প্রতিবছর অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতি হয়ে আসছে।

বোয়ালখালী উপজেলা সদর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরত্বে আলী আহমদ কমিশনার সড়কের মুন্সীর হাট ২শ’ গজ পূর্বে এ স্টেশন নির্মিত হয়েছে। ত্রিমুখী সড়ক যোগাযোগ থাকায় উপজেলার সব কটি ইউনিয়ন দ্রুততম সময়ে সেবার আওতায় আসবে।

স্থানীয় ঠিকাদার পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ জানান, আগামী মাসে এ স্টেশন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন খান কামাল ও স্থানীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল উদ্বোধন করতে পারেন।

(দ্য রিপোর্ট/এএসটি/সা/জানুয়ারি ২৬, ২০১৬)