চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মো. আরেফিন (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরেফিন খিতাপচর গ্রামের মো. লোকমানের ছেলে।

লোকমান জানান, বাড়ির সামনে খেলার সময় তার ছেলে পুকুরে পড়ে যায়।

উপজেলা হাসপাতালের স্বাস্থ্য সহকারী বিকাশ রঞ্জন বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে আরেফিনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/জানুয়ারি ২৬, ২০১৬)