ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম এবং সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে আশুগঞ্জ স্টেশন ছেড়ে আসার পরপরই আওটারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এদিকে দুর্ঘটনার ফলে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীসহ একাধিক আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।

খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

উদ্ধারকারী দলে নেতৃত্ব দেওয়া আখাউড়া লোকোশেড ইনচার্জ মো. মহসিন ভূঁইয়া জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে ওই এলাকায় এলে দুর্ঘটনায় পড়ে। ধারণা করা হচ্ছে ঘণ্টা তিনেকের মধ্যে উদ্ধারকাজ শেষ করতে পারব।

(দ্য রিপোর্ট/এসকে/এএস/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)