জুমার নামাজে অংশ নিচ্ছেন লাখো মুসল্লি
কাওসার আজম ও মো. শামীম রিজভী, বিশ্ব ইজতেমা থেকে : বিশ্ব মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মহাসমাবেশ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিনে লাখো মুসল্লির অংশগ্রহণে বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
জুমার নামাজের আগে ইজতেমা ময়দানের বাইরে সারিবদ্ধভাবে মুসল্লিদের ওজু করতে দেখা যায়। ওজু করে মুসল্লিরা সুশৃঙ্খলভাবে জুমার বয়ান শুনছেন। দুপুর দেড়টার দিকে জুমার নামাজ অনুষ্ঠিত হয়।
এদিকে, মুসল্লিদের ওজু করার পানি নিয়েও ব্যবসা চলছে। এক ওজুর পানির ব্যবসায়ী মুহাম্মদ রফিক দ্য রিপোর্টকে বলেন, এক বদনা বা মগ ওজুর পানির দাম ৫ টাকা। আমরা ভালো ও পবিত্র পানি ওজুর জন্য সরবরাহ করছি।
পানির দাম একটু বেশি হয়ে গেল না? জানতে চাইলে রফিক বলেন, ভাই এদিকে ওজুর পানিরই অভাব আর আমরা ভালো পানি দিচ্ছি। আর আপনি বলছেন দাম বেশি হয়ে গেছে।
জুমার বয়ান ও নামাজ পড়াবেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন। দুই পর্বের ইজতেমার প্রথমটি সম্পন্ন হয় ২৪ থেকে ২৬ জানুয়ারি। আজকে শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্ব ২ ফেব্রুয়ারি শেষ হবে।
(দ্য রিপোর্ট/কেজে/এসআর/এএস/ এমডি/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)