বোস্টন হামলার সন্দেহভাজনের মৃত্যুদণ্ড দাবি
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র সরকার বলেছে, বোস্টন ম্যারাথনে বোমা হামলার দ্বিতীয় সন্দেহভাজন ঝোখার সারনায়েভের মৃত্যুদণ্ডের আবেদন করবে তারা।
তার বিরুদ্ধে আনা ৩০টি অভিযোগের ১৭টিতেই ঝোখারের মৃতূদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৩ সালের এপ্রিলে সংঘটিত ওই হামলায় ৩ জন নিহত ও ২৬০ জনেরও বেশি আহত হন।
তবে ২০ বছর বয়সী তরুণ ঝোখার সারনায়েভ নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারের কোনো চূড়ান্ত তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
বোস্টন হামলার প্রধান সন্দেহভাজন ঝোখারের বড় ভাই তামারলেন সারনায়েভ ওই হামলার কয়েক দিন পরই এক পুলিশি অভিযানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই অভিযানে ঝোখারও আহত হয়েছিলেন।
(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)