দ্য রিপোর্ট ডেস্ক : প্রধান সমস্যাগুলো কোনোরকম মীমাংসা ছাড়াই সুইজারল্যান্ডে সিরিয়া শান্তি আলোচনার প্রথম দফা শেষ হতে যাচ্ছে শুক্রবার। জেনেভায় জাতিসংঘ সদর দফতরে এক সপ্তাহ আলোচনার পরও বিবদমান দুটি পক্ষ সামনে এগিয়ে যাবার ব্যাপারে এক মত হতে পারেনি।

তবে, একমত হতে না পারলেও দুটি পক্ষই সহিংসতায় প্রাণ হারানোদের স্মরণে বৃহস্পতিবার একসঙ্গে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। প্রসঙ্গত সিরিয়াতে মার্চ, ২০১১-তে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় এখন পর্যন্ত নিহত হয়েছে এক লাখের বেশি মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা জানিয়েছেন, শুক্রবার শান্তি আলোচনার প্রথম দফার বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দফার বৈঠকের আলোচনা প্রস্তাবের মাধ্যমে।

জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি আশা করছেন দ্বিতীয় বৈঠকের আলোচনায় যথেষ্ট উন্নতি দেখা যাবে।

অনাহারে থাকা অধিবাসীদের জন্য সহায়তা নিয়ে হোমস শহরে জাতিসংঘ কনভয় প্রবেশ করতে না পারায় হতাশা প্রকাশ করেন ব্রাহিমি।

বিবিসির কূটনৈতিক প্রতিনিধি জেমস রবিন জানিয়েছেন আলোচনায় সহিংসতা বন্ধ, রাজনৈতিক ক্ষমতা ভাগাভাগি বা অবরুদ্ধ জনগোষ্ঠিকে মানবিক সহায়তা প্রদান সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কূটনৈতিকরা বলছেন সময়ের সঙ্গে সঙ্গেই বিবদমান দুটি পক্ষ নিজেদের শক্ত অবস্থান থেকে সরে আসবে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বৃহস্পতিবার বার্লিনে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে জানান, সিরিয়ায় শান্তি ফেরাতে জাতিসংঘ নিয়মিতই প্রচেষ্টা চালিয়ে যাবে। অন্য দিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেল বলেন অগ্রগতি না হলেও উভয়পক্ষের সরাসরি কথোপকথন জেনেভা আলোচনার প্রথম সাফল্য। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)