বগুড়ায় গুলিসহ শাটারগান উদ্ধার
বগুড়া সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়া পৌর এলাকায় রাস্তা থেকে দুই রাউন্ড গুলিসহ একটি শাটারগান উদ্ধার করেছে পুলিশ। জয়পুরপাড়া রাস্তার মোড়ে পুলিশকে দেখে বৃহস্পতিবার রাতে অস্ত্রটি ফেলে যায় দুর্বৃত্তরা।
দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজউদ্দীন আহম্মেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ জয়পুরপাড়া এলাকায় টহল দিচ্ছিল। এ সময় পুলিশকে দেখে রাস্তার মোড়ে বসে থাকা তিন দুর্বৃত্ত দৌড়ে চলে যায়। দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিসহ একটি দেশি শাটারগান রাস্তায় ফেলে যায়। পুলিশ গুলিসহ অস্ত্র থানায় নিয়ে আসে।
এ ঘটনায় রাতেই ওই এলাকায় বগুড়া সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) উজ্জ্বল কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
(দ্য রিপোর্ট/এএইচ/ইইউ/এএস/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)