গাজীপুরে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধবপুর গ্রামের চার শতাধিক দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এডিসন গ্রুপের উদ্যোগে শুক্রবার সকাল ১১টার এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন এডিসন গ্রুপের হেড অব মার্কেটিং রফিকউদ্দিন আহমেদ, হেড অব সেলস আবু হানিফ, হেড অব এডমিন শাহিনুল হক এবং বেসরকারি সংস্থা ‘আপন’-এর সেক্রেটারি আমানউল্লাহ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে এডিসন গ্রুপ প্রতিবছর দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)