চট্টগ্রামে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২
চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম পটিয়া উপজেলায় চলন্ত বাস উল্টে দুইজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার সাহাব মিয়ার ছেলে জসিম (৪০) এবং একই উপজেলার মধ্যম হাশিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আজিজুল ইসলাম (৩৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বিলাসি পরিবহনের একটির বাস ভেল্লাপাড়া পৌঁছলে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন গুরুতর আহত পাঁচ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যার দিকে জসিম ও আজিজুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালের বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন আছেন।
(দ্য রিপোর্ট/এপি/এনআই/জানুয়ারি ২৯, ২০১৬)