চীনে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
দ্য রিপোর্ট ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে এক ব্যক্তির গুলিতে ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছেন। নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভীতি সৃষ্টির লক্ষ্যে ওই ব্যক্তি গুলি ছোড়েন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইয়ুনান প্রদেশের একটি গ্রামে বৃহস্পতিবার শাও ঝংকি (৩৮) নামে এক ব্যক্তি সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে গুলি ছোড়ে বলে ধারণা করা হচ্ছে।
কিংকুউ গ্রামের বাসিন্দা শাও ঝংকি ঘটনার পর পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শাও ঝংকিকে ধরতে দুই লাখ ইউয়ান পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
চীনের চন্দ্র বছর উদযাপন অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরো দেশই উৎসবের আমেজে রয়েছে।
বসন্ত উৎসব নামে পরিচিত চীনের নববর্ষ উৎযাপন উৎসব মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। (সূত্র: পিটিআই)
(দ্য রিপোর্ট/ কেএন/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)