চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর মেঘনা নদীর মোহনপুরে লঞ্চ ও ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রমকালে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন নজরুল ইসলাম রিপন (২০), নাসিরুল ইসলাম বাবু (২০), মজিবুর রহমান সাদ্দাম (৩২), মুক্তিযোদ্ধা চন্দন পোদ্দার (৬২), মাওলানা মো. আবদুল কাদের (৪৫) ও শাহাদাত হোসেন (৩৫)। তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত বাকিদের পরিচয় জানা সম্ভব হয়নি।

যাত্রীরা জানান, এমভি সোনার তরী নামের লঞ্চটি সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা হয়। লঞ্চটি সকাল সাড়ে ১০টায় ‘এমভি সামিয়া-২’ নামে একটি ওয়েল ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

লঞ্চে থাকা চার শতাধিক যাত্রীর মধ্যে ১৫ যাত্রী গুরুতর আহত হন। লঞ্চটি বেলা সোয়া ১২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছার পর আহত যাত্রীদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে লঞ্চ কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মুহাম্মদ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমবি/ইইউ/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)