সুজন বড়ুয়া
দুই বোন
এই ভাব এই আড়ি
গলাগলি ছাড়াছাড়ি
কাড়াকাড়ি মারামারি
আড়াআড়ি বাড়াবাড়ি
নেই কোনো ক্লান্তি,
ঘরময় ছুটোছুটি
হুড়োহুড়ি লুটোপুটি
গুটিগুটি ফুটি ফুটি
ছোট ছোট বোন দু’টি
প্রমা আর প্রান্তি।
এই ভাব এই আড়ি
গলাগলি ছাড়াছাড়ি
কাড়াকাড়ি মারামারি
আড়াআড়ি বাড়াবাড়ি
নেই কোনো ক্লান্তি,
ঘরময় ছুটোছুটি
হুড়োহুড়ি লুটোপুটি
গুটিগুটি ফুটি ফুটি
ছোট ছোট বোন দু’টি
প্রমা আর প্রান্তি।