চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চতুর্থ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন করা ১০ গ্র্যাজুয়েটের আবেদন বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হুদা ১০ গ্র্যাজুয়েটের আবেদন বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক কামরুল হুদা জানান, ২০১১ সালের ‘মান উন্নয়ন’ থাকায় ইংরেজি বিভাগের জান্নাতুল মাওয়ার আবেদন বাতিল করা হয়েছে। ২০০৪ থেকে ২০১০ সালের বাইরে থাকায় নৃবিজ্ঞান বিভাগের সেলিনা ফেরদৌসী, শারমিন চৌধুরী, ঝিনু চাকমা, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মুহাম্মদ জামিল উদ্দিন, ইতিহাস বিভাগের বৈশাখী চৌধুরী, চারুকলা বিভাগের তমাল মুবাশির হোসাইন (বিএ ও এমএ দুটি আবেদন) এবং মার্কেটিং বিভাগের মুহাম্মদ আনোয়ার হোসাইনের আবেদন বাতিল করে হয়েছে।

চবির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি। সমাবর্তনে অংশগ্রহণ করছেন সাত হাজার ১৯৪ জন গ্র্যাজুয়েট।

(দ্য রিপোর্ট/জেএস/এমএআর/এনআই/জানুয়ারি ২৯, ২০১৬)