দ্য রিপোর্ট ডেস্ক : রাশিয়ার অকালমৃত্যুর হার বেড়ে যাওয়ার প্রধান কারণ ভদকা। গবেষকরা বলছেন অতিরিক্ত ভদকা পানের কারণেই দেশটিতে অকালমৃত্যুর হার বেড়ে গেছে।

রাশিয়ার পুরুষদের ২৫ শতাংশই ৫৫ বছর বয়স হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর এর প্রধান কারণ অ্যালকোহল। তুলনায়, যুক্তরাজ্যে অ্যালকোহল পানে অকাল মৃত্যুর হার মাত্র ৭ শতাংশ।

২০০৬ সালের আগে রাশিয়ায় অতিরিক্ত মদ পানের কারণে অকাল মৃত্যুর হার ছিল ৩৭ শতাংশ। ওই বছর কর বাড়িয়ে ও ক্রয়-বিক্রয়ের উপর বিধি নিষেধ আরোপ করে মদ পান নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু গত কয় বছরে এ হার আরও বেড়েছে।

গবেষকরা জানিয়েছেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটে লিভার রোগ ও অ্যালকোহল থেকে সৃষ্ট বিষক্রিয়ায়। অনেকে আবার মদপানের পর সড়ক দুর্ঘটনা ও মারামারি করেও মারা যান।

১০ বছর ধরে করা এই গবেষণাটি রাশিয়ায় পরিচালিত সবচেয়ে বড় পরিসরের গবেষণাকর্ম। মস্কোর রাশিয়ান ক্যান্সার সেন্টার, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সে অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা বিষয়ক আন্তর্জাতিক এজেন্সির গবেষকদের সমন্বয়ে এই গবেষণাটি পরিচালিত হয়।

গবেষকরা ১০ বছরেরও বেশি সময় ধরে দেশটির তিনটি শহরের ১ লাখ ৫১ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের পানাভ্যাস পর্যবেক্ষণ করেন। এ সময়ে এদের মধ্যে ৮ হাজার লোক মৃত্যুবরণ করেন। (বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএটি/এমডি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)