চট্টগ্রাম অফিস : দেশপ্রেমে সেনাবাহিনীকে সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের স্থলসীমা ও সমুদ্র জলসীমা নির্ধারণ হয়ে গেছে। এখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে।’

তিনি শনিবার দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে সেনাবাহিনীর ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এ পদ্মা সেতুর কারণে বিশ্বের দরবারে আমাদের ভাবমূর্তি বেড়েছে।’

তিনি তার পরিবারের শেখ কামাল ও শেখ জামাল ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) গর্বিত সদস্য ছিলেন বলে উল্লেখ করেন।

এর আগে প্রধানমন্ত্রী সেনানিবাসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ সফিউল হক তাকে স্বাগত জানান।

এ সময় প্রধানমন্ত্রী মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য, সরকারি বেসরকারি কর্মকর্তা ও তিন বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দিনের সফরে চট্টগ্রাম এসেছেন। সকাল ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে তিনি ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম সেনানিবাসে পৌঁছেন।

বেলা ১২টা ১৫ মিনিটে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের (ইবিআরসি) নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেনাবাহিনী এই অনুষ্ঠান ছাড়াও তিনি চট্টগ্রামের বেশ কিছু উন্নয়ন প্রকল্পের ও চট্টগ্রাম চেম্বারের দুটি পৃথক অনুষ্ঠানে যোগদান করবেন। এই সময় তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

(দ্য রিপোর্ট/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৬)