দ্য রিপোর্ট ডেস্ক : চীনের চন্দ্র বর্ষবরণ অনুষ্ঠান শুক্রবার থেকে শুরু হচ্ছে। বসন্ত উৎসব খ্যাত এ উৎসবটি অবিবাহিতদের জন্য কিছুটা কষ্টেরই। ‍বিশেষ করে অবিবাহিত নারীদের জন্য। কারণ এই উৎসবে পরিবার পরিজনেরা সবাই জড়ো হয়। এখনও যারা জীবনসঙ্গী খুঁজে পায়নি, তাদের পরিবারের অন্যদের কাছে নাজেহাল হতে হয়।

তবে একলা নারীদের এ সমস্যার সমাধানও আছে। আর তা হল প্রেমিক ভাড়া করা।

চীনের সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান তাওবাও একলা নারীদের জন্য দিচ্ছে এ সুযোগ। প্রেমিক ভাড়া করে একলা নারীরা এবার বন্ধ করতে পারবেন মা-বাবা আর আত্মীয়দের দুশ্চিন্তা।

আর এ জন্য প্রতিদিন গুনতে হবে পাঁচ শ’ থেকে আট হাজার মার্কিন ডলার।(সূত্র: সিএনএন)

(দ্য রিপোর্ট/ কেএন/এমডি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)