হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় বাধন রানা (১৬) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজনের পরিচয় জানা গেছে- মো. হৃদয় (১৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রমনা মডেল থানার এসআই আশরাফুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে দুইটি মোটরসাইকেল হাতিরঝিলে প্রতিযোগিতা করছিল। এ সময় সামনে স্পিডব্রেকার পড়ায় দ্রুতগতিতে চলা মোটরসাইকেল দুটির যাত্রীরা ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাধন রানা নিহত হন। এছাড়া আহত হন তিনজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বাধনের মৃতদেহ রমনা থানায় রয়েছে। ময়না তদন্তের জন্য ঢামেকে পাঠানো হবে।
আহত মো. হৃদয় জানায়, সে গুলশান মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র। বাড্ডার নতুন বাজার এলাকায় থাকেন। তার বাবার নাম মো. সুমন। ইমরান নামে একজন তার পিছনে ছিল।
পথচারী জুয়েল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। জুয়েল জানান, আমি ৩টি মোটরসাইকেল একসঙ্গে পড়ে থাকতে দেখি। এ সময় আহত অবস্থায় হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসি।
(দ্য রিপোর্ট/এমআর-এএইচএ/এফএস/জেএম/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)