চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র এক নেতার বিরুদ্ধে আপন ছোট ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ‘অভিযুক্ত’ মাইন উদ্দিন আহমেদ মিন্টুর বিরুদ্ধে অভিযোগ, বৃহস্পতিবার নিজ বাড়িতে আপন ছোট ভাইয়ের স্ত্রীকে ‘জোরপূর্বক’ ধর্ষণ করেন তিনি।

‘ধর্ষণের’ ঘটনায় ধর্ষিতার স্বামী ও মিন্টুর ছোট ভাই শনিবার হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। এদিকে ধর্ষিতাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ আমরা পেয়েছি। আমরা হাসপাতালে ভিকটিমকে দেখতে গিয়েছিলাম। তার জবানবন্দী রেকর্ড করেছি। এখনো বিস্তারিত বলতে পারছি না। তবে এ ব্যাপারে তদন্ত চলছে।’

নগরীর হালিশহর থানার ঈদগাঁ এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মনির চেয়ারম্যানের ছেলে মাইন উদ্দিন আহমেদ মিন্টু বিজিএমইএ’র চট্টগ্রামের সাবেক প্রথম সহ-সভাপতি। তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান এম এন গার্মেন্টস।

ঘটনাটিকে ‘সাজানো নাটক’ দাবি করে মিন্টু পাল্টা অভিযোগ করে বলেন, তার বখে যাওয়া ভাই পিন্টু তাকে ‘ব্ল্যাকমেইলিংয়ের’ চেষ্টা করছে। আমার ছোট ভাই ১১ বছরের সংসার ফেলে ৮ বছর আগে আরেকটি বিয়ে করে। সে বিয়ে আমরা মেনে নেইনি। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তার প্রথম বউ আমাদের সাথে এক বাড়িতে ছিল। ৮ বছরে এমন কোনো ঘটনা ঘটেনি। এখন হঠাৎ করে আমার বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে এসব নাটক সাজাচ্ছে।’

মিন্টু অভিযোগ করে বলেন, অচেনা লোকজন তাকে ফোন করে ‘সমাধান’ ও মামলা তুলে নেওয়ার কথা বলে ‘এক কোটি টাকা’ দাবি করছে।

(দ্য রিপোর্ট/জেএস/এপি/এনআই/জানুয়ারি ৩০, ২০১৬)