দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে শুক্রবার পৃথক ঘটনায় দু’জন নিহত হয়েছে। চকবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ও গাবতলীতে রেডিমিক্সট গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

চকবাজার দেবীদাস ঘাটে ‘আনোয়ার পলি’ কারখানার ভেতরে মেশিনে কাজ করার সময় শুক্রবার দুপুর দেড়টায় আব্দুল (২২) নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার সহকর্মী রাশেদুল তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টায় তাকে মৃত ঘোষণা করেন।

রাশেদুল জানান, আব্দুল ফ্যাক্টরির ভেতরেই থাকতেন। তার দেশের বাড়ি রংপুর জেলার গঙ্গাচড়া এলাকায়।

এদিকে গাবতলীর বিটনগর এলাকায় রেডিমিক্সট গাড়ির ধাক্কায় মো. রাসেল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। দিপনগর স্লুইচগেট মীর আক্তার প্রজেক্ট-এর ভেতরে গাড়ির ধাক্কায় শুক্রবার দুপুর ১টার দিকে সে আহত হয়। গুরুতর আহতাবস্থায় তার সহকর্মী মো. হাসান তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসকে/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)