ঢাকা-চট্টগ্রাম-সিলেটে রেল চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে মালবাহী কনটেইনার ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আশুগঞ্জের স্টেশন মাস্টার আবদুল্লাহ ফারুক দ্য রিপোর্টকে জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রায় তিন ঘণ্টা কাজ করার পর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি মালবাহী কনটেনার ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
(দ্য রিপোর্ট/এসকে/এফএস/এমএইচও/এসবি/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)