দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সূচিত্রা সেনের স্মরণে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে মঞ্চায়িত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

গবেষণাগার নাট্যরীতিতে নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। রবীন্দ্রনাথ ১৮৯২ সালে একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অন্তর্দ্বন্দ্বের প্রতীকরূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নাট্যকাহিনীতে উপস্থাপিত হয় এ সত্য বাহ্যিক রূপের চেয়ে অনেক বেশি মূল্যাবান নারী-পুরুষের চারিত্রশক্তি এবং এতেই প্রকৃতপক্ষে আত্মার স্থায়ী পরিচয়!

রবীন্দ্রনাথ কাব্যনাটক ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬ সালে তার পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।

‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকেরা হলেন সুকন্যা আমীর, ফারজানা রহমান মিতা, মোস্তাফিজুর রহমান, হাসান রেজাউল, শিশির সিকদার, সামাদ ভূঞা, মাধুরী বেপারী সুমি, এনামুল হক শাহীন, সাইফুন নেসা জেবু, রেজাউল মাওলা নাবলু, শারীফা রিমু, আলী হাসান, বিমল দাশ, সাইদ মাহবুব প্রমুখ।

(দ্য রিপোট/এমএ/এসবি/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)