বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁসের মৃত্যু
দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজহাঁসটি মারা গেছে। বার্ধক্যজনিত জটিলতায় অস্ট্রেলিয়ার এডেলেইড চিড়িয়াখানায় শুক্রবার মৃত্যু হয় ৮৩ বছর বয়সী রাজহাঁসটির।
১৯৩৩ সালে রাজহাঁসটিকে ওই চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। প্রজাতি শনাক্ত হওয়ার পর রাজহাঁসটির নাম রাখা হয় গ্রেটার। চিড়িয়িাখানার প্রধান আকর্ষণ ছিল গ্রেটার।
২০০৮ সালে একদল তরুণ রাজহাঁসের আক্রমণে মারাত্মক আহতও হয়েছিল গ্রেটার।
গ্রেটারের সঙ্গী ছিল চিলি নামে ৬৫ বছর বয়সী আরেক রাজহাঁস। চিলিকে আনাও হয়েছিল চিলি থেকে। গ্রেটারের মৃত্যুতে চিলির প্রতিক্রিয়া দেখার জন্য তাকে পর্যবেক্ষণ করবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ গ্রেটারের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের কথাও ভাবছে। সূত্র: বিবিসি।
(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)