যুক্তরাষ্ট্রের ৯২ পরমাণু কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৯২ জন পরমাণু কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। দেশটির বিমান বাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ৯২ জন পরমাণু কর্মকর্তা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। পাশাপাশি বিষয়টিকে বাহিনীর ‘পদ্ধতিগত সমস্যা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিমান বাহিনীর সচিব দেবোরাহ লি জেমস সম্প্রতি একটি মিসাইল ঘাঁটি পরিদর্শন করে জানান, প্রতারণা উৎক্ষেপণ কর্মকর্তাদের বৃহৎ নৈতিক সমস্যারই অংশ।
সংবাদ সম্মেলনে জেমস বলেন, ‘অধিকতর তদন্ত শেষে আমরা প্রতারণার সঙ্গে জড়িত ৯২ জন ক্রুকে শনাক্ত করেছি।’
তিনি আরও বলেন, ‘এরা প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন অথবা এগুলো জেনেও এর প্রতিবাদ করেননি বা কর্তৃপক্ষকে জানাননি।’
দুই সপ্তাহ আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, ম্যান্টোনার মাল্মস্ট্রম বিমান বাহিনীর ঘাঁটির ৩৪ জন কর্মকর্তা প্রতারণার সঙ্গে জড়িত।
ম্যান্টোনার ঘাঁটিতে মোট ১৯০ জন কর্মকর্তা রয়েছেন এবং মিসাইল বিভাগে রয়েছে ৫০০ জন কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, পরীক্ষায় প্রতারণাসহ অন্যান্য অপ্রীতিকর ঘটনার কারণে বাহিনীর কমান্ডাররা পরমাণু মিশনের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার পদন্নোতি স্থগিত রেখেছেন।
প্রসঙ্গত, কর্মকর্তাদের পদোন্নতির জন্য প্রায়ই এ ধরনের পরীক্ষা নেওয়া হয়। পদোন্নতি পেতে হলে এ পরীক্ষায় শতভাগ গ্রেড পয়েন্ট অর্জন করতে হয়।
(দ্য রিপোর্ট/এমএটি/এসকে/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)