চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীতে সোমবার থেকে মিটার ছাড়া সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও সকাল থেকে প্রচুর সংখ্যক মিটার ছাড়া সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে প্রথম দিন বিভিন্ন এলাকায় ধরপাকড় হলেও কোনো সিএনজি আটক করেনি পুলিশ। শুধু মামলা দিয়ে ছেড়ে দিচ্ছে।

সকাল থেকে নগরীর নিউমার্কেট, আন্দরকিল্লা, জামালখান, স্টেশন রোড, কাজীর দেউড়ি, জুবলী রোডসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, হাতেগোনা কিছু সিএনজিতে মিটার রয়েছে। বেশির ভাগ সিএনজি অটোরিকশাতে মিটার যুক্ত নেই।

নগরীর একটি পাঁচতারকা হোটেলে রবিবার চিটাগং চেম্বার অব কমার্সের অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দিয়েছিলেন, ১ ফেব্রুয়ারি থেকে নগরীতে মিটার ছাড়া কোনো সিএনজি চলাচল করতে পারবে না। কিন্তু মন্ত্রীর সে ঘোষণা পুরোপুরি কার্যকর হয়নি। সকাল থেকে নগরীর প্রায় ৮০ ভাগ সিএনজি মিটারবিহীন চলাচল করতে দেখা গেছে।

সকাল পৌনে ১০টার দিকে নগরীর স্টেশন এলাকায় এক সিএনজিচালককে মোমিন রোড যাবে কি না জানতে চাইলে জানায় যাবে। কিন্তু মিটার নাই কেন? জানতে চাইলে চালক ইলিয়াছ বলেন- এতদিন মিটার ছাড়া চালিয়েছি। এক দিনের ঘোষণায় কীভাবে মিটার লাগাব। আমাদের তো সময় দিতে হবে।

ইলিয়াছ আরও জানায়, মিটারের জন্য পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি করছে। প্রথম দিন মামলা দিয়ে ছেড়ে দিচ্ছে।

বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কাজীর দেউড়ি এলাকায় এক যাত্রী আগ্রাবাদ বাদামতলা এলাকায় যাওয়ার জন্য সিএনজি ভাড়া করতে গিয়ে দেখেন মিটার নেই। তখন ওই যাত্রী মিটারে ছাড়া যাবে না বললে চালক জানায়, সমস্যা নেই, আমি যেতে পারব। কিছুক্ষণ আগে মিটারের জন্য মামলা খেয়েছি। পথে ধরলে মামলার কাগজ দেখাব। আকবর নামে এ চালক জানায়, নগরীতে শতকরা ৮০ ভাগ সিএনজিতে মিটার নাই। যদি আজ গাড়ি না নামত তাহলে জনদুর্ভোগ বাড়ত।

এ সময় মো. গফুর নামে অপর এক সিএনজি অটোচালক নিজ থেকে এগিয়ে এসে একটি বেসরকারি টেলিভিশনকে বক্তব্য দিতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি সাংবাদিকদের বলেন, স্যার আমরা মিটারে সিএনজি চালাতে চাই। এতে আমাদেরও লাভ যাত্রীদেরও লাভ। কিন্তু এর জন্য সঠিক নিয়ম মানা দরকার। প্রশাসনকে ঠিক করতে হবে দক্ষ ও লাইসেন্সধারী চালকরাই যেন সিএনজি চালাতে পারে। এ ছাড়া ভালো কোম্পানির মিটার দিতে হবে। এর আগেও মিটারে আমরা কিছুদিন গাড়ি চালিয়েছি। দাম দিয়ে মিটার কিনে ৪-৬ মাস পর মিটার নষ্ট হয়ে যায়।

এদিকে সকাল ৯টার দিকে জুবলী রোড এলাকায় সিএনজির জন্য দাঁড়িয়ে থাকা বেসরকারি ব্যাংক কর্মকর্তা শাহনুর সুলতানা জানান, দুটি সিএনজি দেখলাম। কোনোটাই মিটার থাকাবস্থায় মিটারে যেতে রাজি হলো না। চালকরা বলল মিটার নষ্ট।

এদিকে সিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ১ ফেব্রুয়ারি থেকে মহানগরীতে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক ঘোষণা করেছে নগর পুলিশ। এ জন্য ৩১ জানুয়ারির মধ্যে সব অটোরিকশায় মিটার সংযোজনও বাধ্যতামূলক করার জন্য আগেই ঘোষণা দেওয়া হয়েছিল।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক-উত্তর) মাসুদ-উল-হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের পর থেকে মিটারবিহীন সিএনজিঅটো ধরপাকড় শুরু হয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। সকাল থেকে এ পর্যন্ত মহানগরীতে শতাধিক সিএনজিকে মামলা দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা ভেবে প্রথম দিন কিছুটা ছাড় দেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এপি/এম/জানুয়ারি ০১, ২০১৬)