পাবনায় যুবকের মৃতদেহ উদ্ধার
পাবনা সংবাদদাতা : নিখোঁজের চারদিন পর পাবনা সদরে মাসুদ রানা (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
পৌর সদরের বালিয়া হালট এলাকার একটি ডোবা থেকে শুক্রবার বিকেল ৩টার দিকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। জেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামের নায়েব আলীর ছেলে মাসুদ।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, চারদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর মাসুদের কোনো খোঁজ পায়নি তার স্বজনরা। শুক্রবার বিকেলে পাবনা-টেবুনিয়া মহাসড়কের পৌর সদরের বালিয়া হালট এলাকার একটি ডোবায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)