আড়াইহাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ছনপাড়া এলাকার আড়াইহাজার থেকে রিপন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়।
রিপন উপজেলার দক্ষিণ পাড়া গ্রামের রইস উদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি দুর্ঘটনা না হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে থাকা ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। রিপনের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)