চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে প্রথম ট্যাবলয়েড দৈনিক ‘প্রিয় চট্টগ্রাম’ এর প্রকাশনা উৎসব এবং দৈনিক ‘সাঙ্গু’র ৬ বছরে পদার্পণ উপলক্ষে বন্দর নগরীতে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ‘প্রিয় চট্টগ্রাম’ সাদাকে সাদা ও কালোকে কালো বলার যে অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে তা অটুট রাখবে। সমাজের বিশৃঙ্খলা ও অশান্তির দিকে দৃষ্টি রেখে তা লেখনীর মাধ্যমে তুলে এনে ‘প্রিয় চট্টগ্রাম’ সামনের দিকে এগিয়ে যাবে।

সোমবার সন্ধ্যায় নগরীর মোমিন রোডের প্রিয়া কনভেনশন হলে বক্তারা বলেন, ‘প্রিয় চট্টগ্রাম সত্য ও ন্যায়ের কথা বলবে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কলম ধরবে। রুখে দাঁড়াবে অন্যায়ের বিরুদ্ধে। দৈনিক সাঙ্গুর সাহসী পাঁচ বছর পথ চলার সব ভয়কে যেমন জয় করেছে, তেমনি প্রিয় চট্টগ্রামও করবে বলে প্রত্যাশা করেন তারা।’

নতুন দৈনিক প্রিয় চট্টগ্রাম ও দৈনিক সাঙ্গু সম্পাদক কবীর হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সদস্য আমিনুল ইসলাম আমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম শহিদুর রহমান, চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ব্যবস্থাপক কুতুবউদ্দিন আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দিন শ্যামল, লেখক ও গবেষক অধ্যাপক মাসুম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা সফর আলী প্রমুখ।

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘চট্টগ্রামের তিন হাজার বছরের ঐতিহ্য রয়েছে। চট্টগ্রাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দারের স্মৃতিবিজড়িত এবং বায়েজিদ বোস্তামীর মতো সাধক পুরুষের বিচরণ ক্ষেত্র। সেই চট্টগ্রামের নাম যুক্ত করে প্রিয় চট্টগ্রাম নামকরণে স্বার্থকতা রয়েছে।’

একঝাঁক তরুণ সংবাদকর্মী নিয়ে সম্পাদক কবীর হোসেনের এ দুঃসাহসিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সর্বস্তরের মানুষের মত সেই ঐতিহ্যকে তুলে ধরবে প্রিয় চট্টগ্রাম।’

গণমানুষের তথ্যকে তুলে ধরতে তৃণমূল পর্যায়ে সক্রিয় থেকে সাবলীল সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি তরুণ সাংবাদিকদের প্রতি।

দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক আমিরুল ইসলাম নয়ন বলেন, ‘ঢাকায় অবস্থান করেও প্রিয় চট্টগ্রামের শুরুর গল্প শুনেছি। অতি উৎসাহে এ পত্রিকার জন্মক্ষণে মিলিত হওয়া। যখন প্রিয় চট্টগ্রাম চট্টগ্রামের গণমানুষের কথা বলার জন্য প্রথম সারির পত্রিকা হয়ে উঠবে সেদিন আমার এ দিনটির জন্য গর্ব হবে।’

সভাপতির বক্তব্যে দৈনিক প্রিয় চট্টগ্রাম ও সাঙ্গুর প্রকাশক ও সম্পাদক কবির হোসেন সিদ্দিকী বলেন, ‘৬ বছর আগে এই দিনে সাঙ্গুর জন্ম। একই দিনে চট্টগ্রামে আবার জন্মগ্রহণ করল প্রিয় চট্টগ্রাম। প্রিয় চট্টগ্রামের জন্মটা যেন একটা ইতিহাস। আমি ভালোভাবে বাজারে পত্রিকা দিতে পেরেছি, এজন্য কৃতজ্ঞ অশেষ করুণাময়ের কাছে।’

চট্টগ্রামের একমাত্র ট্যাবলয়েড দৈনিক প্রিয় চট্টগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিকেলে নগরীর মোমিন রোডের প্রিয়া কনভেনশন হলে সুধী সমাবেশে, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী এবং রাতে ডিসি হিলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/এসবি/এনআই/ফেব্রুয়ারি ০১, ২০১৬)