চট্টগ্রামে পুলিশ খুন, আহত ৩
চট্টগ্রাম অফিস : ছিনতাইকারীর ছুরিকাঘাতে চট্টগ্রামে মো. কাইয়ুম (২৬) নামে এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। একই ঘটনায় সালাউদ্দিন, আরিফুল ও সাহাবউদ্দিন নামে আরও তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
নগরীর খুলশী থানার রবিবার সকাল সাড়ে ১১ টায় টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ কনস্টেবল খুন হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার শাহ মো. আব্দুর রউফ। তিনি দিরিপোর্ট২৪কে জানান, ‘খুনের ঘটনাটি ছিনতাইকারীরা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।’
(দিরিপোর্ট২৪/আইজেকে/নভেম্বর ৩, ২০১৩)