চট্টগ্রাম অফিস : আদালত পাড়ায় ছিন্নমূল এক নারীকে ধর্ষণেরঅভিযোগে বদলি হয়ে গেলেন চট্টগ্রাম আদালতে দায়িত্বরত কোর্ট পুলিশ কনস্টেবল নাজিম উদ্দিন।

কনস্টেবল নাজিমকে মঙ্গলবার সকালে বদলি করে বন্দর বিভাগে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী নাজিম উদ্দিনকে বদলির বিষয়টি স্বীকার করে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আদালতের মেসের দায়িত্বে ছিলেন নাজিমউদ্দিন। তার বিরুদ্ধে ভাঙচুরসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। তাই কর্তৃপক্ষ তাকে বদলি করেছে।

এদিকে আদালত পাড়ার একাধিক সূত্র জানিয়েছে, আদালত এলাকায় ছিন্নমূল এক নারী শনিবার রাতে পুলিশ মেসে গিয়ে নাজিমের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ওই নারী মেসে ভাঙচুর করেন।

তবে স্থানীয়রা বলছেন, কনস্টেবল নাজিম বিভিন্ন সময় সাহায্য সহযোগিতার অজুহাতে ওই নারীকে ধর্ষণকরত। ভুক্তভোগী নারী বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ষণের অভিযোগ করেছে বলেও জানান তারা।

এ ব্যাপারে এসি প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘আমরা এ ব্যাপারে তদন্ত করে দেখছি। তবে প্রাথমিকভাবে জেনেছি ঘটনার রাতে নাজিমউদ্দিনের কাছে ভাত চাইতে গিয়েছিল সেই নারী। নাজিম টাকার বিনিময়ে ভাত বিক্রি করতে চাইলে ওই নারী টাকা নেইবলে জানায়। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এ সময় মহিলা মেসে ভাঙচুর চালায়।

যদি ধর্ষণের ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসি প্রসিকিউশন।

(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ০২, ২০১৬)