দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের আকাশে পবিত্র রবিউসসানি মাসের চাঁদ দেখা যায়নি। শনিবার ১ ফেব্রুয়ারি ১৪৩৫ হিজরি সনের রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামী রবিবার থেকে পবিত্র রবিউসসানি মাস গণনা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি (১১ রবিউসসানি) বুধবার সারাদেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব কাজী হাবিবুল আউয়াল।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারো-এর ফাতিহা শরিফকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম শরিফ আবদুল কাদের জিলানী এর স্মরণে পালিত হয়।

ইসলামের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী আল্লাহ প্রেরিত একজন ওলি যার নাম প্রত্যেক মুসলমান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন। মুসলমানদের ধর্মীয় জীবনে তার প্রভাব অপরিসীম। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি আবদুল কাদের জিলানি মৃত্যুবরণ করেন এবং সেদিন থেকে সারা বিশ্বের সকল মুসলমান ওই দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)