চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ লিটন (৩৫) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।

মহানগরীর হালিশহর থানার এ- ব্লক এলাকার গাউছিয়া হোটেলের পাশে মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটনের বাড়ি কিশোরগঞ্জে। হালিশহর পূর্ব সুন্দরী পাড়ায় তিনি বসবাস করতেন।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১১টার দিকে লিটন তার স্ত্রী হালিমাকে নিয়ে মোটরসাইকেলে করে হালিশহর এ-ব্লক এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে লিটন ও তার স্ত্রী মাটিতে ছিটকে পড়ে। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যান লিটন। আহত হন হালিমা বেগম।

হালিশহর থানার সেকেন্ড অফিসার মিজানুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে লিটনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আর/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)