হাটহাজারীতে ২ ট্রাকের সংর্ঘষে হেলপার নিহত
চট্টগ্রাম অফিস : জেলার হাটহাজারী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার মোহাম্মদ মোস্তফা নিহত হয়েছেন। উপজেলার কাটিরহাট এলাকায় বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা বরগুনা জেলার পাথরঘাটা থানার দোয়ানি গ্রামের বাসিন্দা বারেক কবিরের ছেলে।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস আল মাহমুদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কাটিরহাট এলাকায় আগে থেকে রাস্তার পাশে একটি ট্রাক (চট্টমেট্রো: ট-১১-০৮৮৬) দাঁড়ানো ছিল। এ সময় বিপরীতদিক থেকে আসা অপর একটি ট্রাক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির হেলপার ও চালক গুরুত্বর আহত হন।
এসআই জানান, পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানের কর্তব্যরত চিকিৎসক হেলপার মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)