চট্টগ্রামে ডোবায় পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ডোবায় পড়ে দুর্জয় চক্রবর্তী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার পূর্ব গোমদন্ডীতে বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত দুর্জয় পটিয়া উপজেলার কেলিশহর এলাকার লিটন চক্রবর্তীর ছেলে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ বাবর পরিবারের বরাত দিয়ে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে খেলা করতে গিয়ে কোনো এক সময় শিশু দুর্জয় বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে এলাকাবাসী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/একেএ/এমএআর/এম/ফেব্রুয়ারি ০৩, ২০১৬)