যশোরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
যশোর (বেনাপোল) সংবাদদাতা : বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ইটভাটা শ্রমিক মহিন্দ্রী রায় (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের নোংরপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বাঘারপাড়ার মাহামুদপুর গ্রামে। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দ্য রিপোর্টকে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আবু তালেব দ্য রিপোর্টকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাকে করে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের নোংরপুরে বরিশাল থেকে ছেড়ে আসা যশোরমুখী জিএম পরিবহনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকারও ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মহিন্দ্রী রায় নিহত হন।
আহতরা হলেন- বাসযাত্রী বরিশাল সদরের ঝাউতলা গ্রামের মনীন্দ্রনাথ (৬০), ট্রাকের যাত্রী যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের আবু তালেব (৫৫), নাসির উদ্দিনের ছেলে জাহিদ (২৫), শমসেরউদ্দিনের ছেলে মধু (২৭), নূর ইসলামের ছেলে ইমরান (২৩), প্রাইভেটকারের যাত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স মমতা খাতুন (২৭) ও তার ছেলে অভি (১), সদর উপজেলার লেবুতলা গ্রামের তবিবর লস্করের ছেলে ওলিয়ার রহমান (৪০)।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ৩১, ২০১৪)