চট্টগ্রাম অফিস : জেলার সীতাকুণ্ডে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর কোনো পরিচয় জানা যায়নি। তার আনুমানিক বয়স ২৭-২৮ বছর বলে জানিয়েছে জিআরপি থানা পুলিশ।

রেল কন্ট্রোল রুম কর্মকর্তা আতিকুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরের দিকে পাহাড়তলী-ফৌজদারহাট ডাউন লাইনে এক মহিলার কাটা দেহ পড়ে আছে খবর পেয়ে জিআরপি থানা পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)