ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতা নিহত
ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার বাউকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (২৪) ও ছাত্রলীগকর্মী আলাউদ্দীন হাওলাদার (২১)।
আহত হয়েছেন ছাত্রলীগের আরেক কর্মী মনোয়ার হোসেন (২৪)।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমনি চাকমা দ্য রিপোর্টকে জানান, বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ঝালকাঠি আসার পথে বাউকাঠি স্কুলের সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে হাবিবু ঘটনাস্থলেই নিহত হন।
আহত অপর দুইজনকে বরিশাল হাসপাতালে নেওয়ার পথে আলাউদ্দীন পথিমধ্যে মারা যান।
নিহতদের মৃতদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। ছাত্রলীগের দুই নেতাকর্মীর মৃত্যু হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও জেলা আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম।
(দ্য রিপোর্ট/এসএমআর/এমএইচও/এসবি/জানুয়ারি ৩১, ২০১৪)