দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি বিশেষ আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

এর আগে আদালতে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চান মুশাররফ। কিন্তু আদালত তার আবেদন বাতিল করে দেন।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে হৃদরোগের কারণে একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নেন ৭০ বছর বয়সী মুশাররফ।

বিচারক ফয়সাল আরবের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আদালত শুক্রবার সাবেক সেনাশাসকের মেডিকেল রিপোর্টটি যাচাই করে উন্নত চিকিৎসার বিষয়টি নাকচ করে দেন।

আদালত তার আদেশ জানানোর সময় ৭ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। জামিন নিতে হলে তাকে ২৫ লাখ রুপির বন্ড দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ক্ষমতায় থাকাকালীন ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি করায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে মামলা করা হয়। এই মামলায় দেশটির একটি বিশেষ আদালতে তার বিচার চলছে।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ৩১, ২০১৪)