দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের পরিবর্তে রবিবার প্রতিবাদ সমাবেশ করতে চায় বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের কারণে অনুমতি না পাওয়ায় শনিবারের পরিবর্তে রবিবার সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি দ্য রিপোর্টকে বলেন, বইমেলার উদ্বোধন অনুষ্ঠান শনিবার। তাই আমরা শনিবারের পরিবর্তে রবিবার সমাবেশ করব।

রবিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত থাকায় বিএনপির কর্মসূচি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি দ্য রিপোর্টকে জানান, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত হবে সকাল ১১টায়, কিন্তু সমাবেশ হবে বিকেল ৩টায়। তাই আশা করি কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ জানুয়ারি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/জেএম/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)