কেজরিওয়ালের দুর্নীতিবাজ রাজনীতিকদের তালিকা প্রকাশ
দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দুর্নীতিবাজ রাজনীতিকদের তালিকা প্রকাশ করেছেন আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এ তালিকায় রয়েছে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর নাম! খবর এনডিটিভির।
দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, আগামী জাতীয় নির্বাচনে তার দল এএপি এই সব দুর্নীতিবাজের বিরুদ্ধে প্রতিযোগিতা করবে।
কেজরিওয়ালের করা দুর্নীতিবাজদের তালিকায় রাহুল গান্ধী ছাড়াও রয়েছে জ্যেষ্ঠ মন্ত্রী কামাল নাথ, ফারুক আব্দুল্লাহ ও কপিল সিবালের নাম।
এদিকে কেজরিওয়ালের প্রকাশ করা এ তালিকার কঠোর সমালোচনা করেছে বিজেপি। তালিকায় নাম থাকা বিজেপির সদস্য ইউনিয়ন মন্ত্রী জিকে ভাসান ও নিতিন গাধকারী কেজরিওয়ালকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। বিজেপির অন্য নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘তার (কেজরিওয়াল) উচিত ছিল নিজের নামও এই তালিকায় যোগ করা।’
এর আগে গত শনিবার লোকসভার ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় এএপি।
(দ্য রিপোর্ট/এসকে/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)