চট্টগ্রাম অফিস : আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ যাতে স্বাধীন দেশ হিসেবে ঠিকে থাকতে না পারে সেজন্য পরাজিত শক্তি বার বার আঘাত হানার চেষ্টা চালাচ্ছে।’

তাদের সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ থাকার জন্য সরকারি আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় সার্কিট হাউজে আইনজীবী ও সরকারি আইন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গণতন্ত্র মানে শুধু একটা সাধারণ নির্বাচন নয়। সব নির্বাচনেই ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের অর্থই হচ্ছে গণতন্ত্র।’

আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় চলছে। তাই সবসময় আমাদের একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমরা যারা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি।’

আগামী ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের দিকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বারের যে নির্বাচন হবে, আমার কাছে সবাইকে ওয়াদা করতে হবে ১৯ জনের মধ্যে ১৯ জনকেই নির্বাচিত করতে হবে। এবার আমি ১৯ জনকে আমাদের চাই।’

সভায় চট্টগ্রাম মহানগর পিপি এ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুজিবুল হকসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসবি/এনআই/ফেব্রুয়ারি ০৪, ২০১৬)