নড়াইলে গাঁজাসহ এক নারী আটক
নড়াইল সংবাদদাতা : নড়াইলে চার কেজি গাঁজাসহ কণিকা দাস (৩০) নামে এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শহরের কুড়িগ্রাম আশ্রম রোডের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার সাগর দাসের স্ত্রী।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা (ডিবি) পুলিশ শহরের কুড়িগ্রাম আশ্রম রোডের বাড়ি থেকে কণিকা দাসকে চার কেজি গাঁজাসহ আটক করে। এ ঘটনায় মাদক আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)