চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান (৩০)  নামে এক ব্যক্তিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারের দাবি করেছে র‌্যাব-৭।

র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পতেঙ্গার খেজুর তলায় অভিযান চালিয়ে তাকে (জিয়াউর রহমান) ১০ হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা। এ ব্যাপারে পতেঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত জিয়াউর রহমান আনোয়ারা উপজেলার গহিরা গ্রামের মোঃ আলীর পুত্র বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমকে/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)