চট্টগ্রামে বাবা-ছেলে খুন
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাছধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন হাজী মো. ইদ্রিস (৬০) এবং তার ছেলে মোহাম্মদ খালেদ (২২)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খাগরিয়া নুরু মার্কেট এলাকায় এ সংর্ঘষের ঘটনায় তারা প্রাণ হারান।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক পুকুর এবং জমির মালিকানা নিয়ে খাগরিয়া ইদ্রিসের ভাতিজা হান্নানদের সঙ্গে বিরোধ চলছিল। শনিবার বিকেলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে গুলিতে ইদ্রিস ঘটনাস্থলে এবং তার ছেলে খালেদ চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে।
(দ্য রিপোর্ট/জেএস/এএসটি/এম/ফেব্রুয়ারি ০৬, ২০১৬)