সিলেটে ভাইস চেয়ারম্যান প্রার্থীর স্বামী গ্রেফতার
সিলেট অফিস : সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নূরুন্নাহারের স্বামী বিএনপি নেতা লুকুছ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশ্বনাথ উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই আবদুস সালাম দ্য রিপোর্টকে বলেন, তার বিরুদ্ধে থানায় দুটি ওয়ারেন্ট রয়েছে। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
(দ্য রিপোর্ট/এমজে/এএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)