মহম্মদপুরে ২ বাড়িতে ডাকাতি
মাগুরা সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের দুই বাড়িতে শুক্রবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকত দল।
ডাকাতদের হামলায় আহত অমীয় কান্তি জানান, রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে ৬-৭ জনের এক দল ডাকাত তার ও প্রতিবেশী সত্যেন্দ্রনাথ বসুর বাড়িতে ডাকাডাকি করে। ভয়ে নিশ্চুপ থাকায় ডাকাত দল গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে তিনি আহত হন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এটি নিছক চুরির ঘটনা।
(দ্য রিপোর্ট/এসআই/এনডিএস/জামান/ফেব্রুয়ারি ০১, ২০১৪)